এইচএসসি পরীক্ষা।
এপ্রিলের ১ তারিখ থেকে মহাসমারোহে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। প্রথম দিনই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন না নয় হাজার ২৯৭ জন শিক্ষার্থী। দীর্ঘ দুই বছর প্রস্তুতি নেওয়ার পরও কেন তারা পরীক্ষা দিতে এল না, তার কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন সাবেক এইচএসসি পরীক্ষার্থী আদনান মৃদুল
কেন্দ্রে এসি না থাকায় পরীক্ষা দিতে আসেনি নিতুল
আমি চৌধুরী বংশের ছেলে। যে কেন্দ্রে এসি নেই, সেই কেন্দ্রে আমি পরীক্ষা দেব? নেভার। যেদিন কেন্দ্রে এসি থাকবে, সেদিনই কেবল পরীক্ষা দিতে যাব আমি। এর আগে নয়।আরে বেকুব, এসি তো তোর সঙ্গেই ছিল। অ্যাডমিট কার্ডরেই তো সংক্ষেপে আমরা এসি কই।
সময়মতো মেকআপ শেষ করতে না পারায় পরীক্ষা দিতে যায়নি নিশাত
ছি! এবারও পরীক্ষাটা মিস করলি? মেকআপ করতে এতক্ষণ লাগে কী করে? আমরাও তো পরীক্ষা দিয়েছি। মেকআপ নিয়েছি। কই, আমাদের তো এত সময় লাগেনি।এত বড় একটা পরীক্ষা। কত মানুষ আসবে, টিভি চ্যানেল আসবে, এমন জায়গায় মেকআপ ছাড়া যাওয়া যায়? আর পারলারে এত ভিড়...চুল-রিবন্ডিং করতে করতেই তো দেরি হয়ে গেল । দূর!! ভালোই লাগে না।
পরীক্ষার কথা ভুলে যাওয়ায় কেন্দ্রে আসেনি ভুলু
ভুলু, তুই কি সব ভুলে বসে আছিস? পরীক্ষা দিলি না যে?পরীক্ষা? কিসের পরীক্ষা? কার পরীক্ষা?
প্রেমিকার নির্দেশে পরীক্ষা দিতে যায়নি জুবায়ের
প্রেম আসলেই অন্ধ। তোর গার্লফ্রেন্ড ভেতরে আরামে পরীক্ষা দিচ্ছে, আর তুই তার জন্য ডাব নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছিস। অথচ নিজে পরীক্ষা দিলি না। কোনো মানে হয়?
কে বলল পরীক্ষা দিচ্ছি না? আমি ভালোবাসার পরীক্ষা দিচ্ছি। দেখতে পাচ্ছিস না?
সিরিয়াল মিস করা ঠেকাতে পরীক্ষা মিস করল রিনা
আজব কারবার! বসে বসে সিরিয়াল দেখছিস যে? পরীক্ষা দিবি না?
তোমার যা কথা! পরীক্ষা দিতে গিয়ে সিরিয়ালটা মিস করি আর কী! পরীক্ষা তো আরও পাব। কিন্তু আজকের পর্বটা মিস করলে আর পাব না।
এপ্রিল ফুল বানাতে গিয়ে পরীক্ষা দিল না আশরাফুল
তুই অত্যন্ত সুন্দর পরামর্শ দিয়েছিস। যাহ। দিলাম না পরীক্ষা। সবাই যখন দেখবে আমি অনুপস্থিত, আসলেই নিশ্চিত বেকুব হয়ে যাবে। সবাইকে এপ্রিল ফুল বানাতে পারব ভেবে ভালোই লাগছে।
তুই সত্যি সত্যি পরীক্ষা দিস নাই? হায় হায়! আমি তো এমনি তোরে বোকা বানানোর জন্য কথাটা কইছিলাম। এ তুই কী করলি, দোস্ত?
পরীক্ষার আগেই প্রশ্ন না পাওয়ায় পরীক্ষা দিতে আসেনি রতন
মকবুল ভাই, আপনি বলছিলেন পরীক্ষার আগেই প্রশ্ন হাতে পামু। পরীক্ষা তো শুরু হইয়া গেল। প্রশ্ন কই?
পরীক্ষা শুরু ১০টায়। কেন্দ্রে গেলে তুই ১৫ মিনিট আগেই প্রশ্ন হাতে পাইতি। তুই তো গেলি না। আমার কী দোষ?পত্রিকায় নিউজ না হওয়ার প্রতিবাদে পরীক্ষা দিল না জামিল
মেসি টানা চারবার ব্যালন ডি অর পাইসে। আমিও টানা চারবার এইচএসসির প্রবেশপত্র পাইসি। মেসিকে নিয়া কত রিপোর্ট, কত নিউজ অথচ আমাকে নিয়া কোনো নিউজ নাই। এসবের মানে কী? টানা চারবার এইচএসসি পরীক্ষা দেওয়া কী সহজ কথা? এর প্রতিবাদে আমি এবারের এইচএসসি পরীক্ষা প্রত্যাখ্যান করলাম!
:) রস+আলো